র‌্যাব-১২ কর্তৃক বগুড়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরণ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  04:25 PM, 09 July 2020

আজকাল ডেস্কঃ র‌্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গী দমনের পাশাপাশি অসহায়, দুঃস্থ, আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। র‌্যাব-১২, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।

গত জুন ২০২০ তারিখ হইতে শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরনে র‌্যাবের সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, পিএসসি মহোদয় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বন্যার্ত, বানভাসি মানুষের খাবার, সুপেয় পানির কষ্টের কথা উপলব্ধি করে ত্রানসামগ্রী (চিড়া, মুড়ি, চাল, ডাল, লবণ, পানির কন্টেইনারসহ ইত্যাদি) বিতরণ করেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জ কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও তা অব্যবহত থাকবে।

আপনার মতামত লিখুন :