র‌্যাব-১২ কর্তৃক করোনা ভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর, অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:22 PM, 01 April 2020

র‌্যাব-১২ কর্তৃক করোনা ভাইরাস সংক্রমনের বিস্তার রোধে জনসাধারনের মধ্যে বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অদ্য ০১ এপ্রিল ২০২০ তারিখ ১২০০ ঘটিকায় র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় সিপিএসসি, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী, সহকারী পুলিশ সুপার, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে কর্মহীন, দিনমজুর, অসহায় ও দুস্থদের মাঝে ১০০ ব্যাগ ত্রান (চাল, ডাল, তৈল, আটা, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী) বিতরণ করেG

বিতরণকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন আতঙ্কিত নয় সচেতন হোন, অযথা চোখ, নাক ও মুখে হাত দিবেন না, মানুষের ভিড় এড়িয়ে চলবেন, অন্যের সাথে হাত মিলাবেন না, অযথা ভ্রমণ করবেন না, বারবার সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ভাল করে হাত ধৌত করা, পর্যাপ্ত পানি পান করা, যথাসম্ভব বাড়িতে অবস্থান করবেন, নাক ঢাকা, যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সচেতনামূলক ও ত্রান বিতরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :