যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন ঃ সফিক
আতাউর রহমান গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রযোগীতায় বিজয়ী ছাত্র/ ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, খেলাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজের যোগ্যতা হিসেবে গড়ে তোলা যায় এবং যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। আগামী ১৮ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া ও ভোট চান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম পান্না। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার, পীলগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,সহকারী প্রধান শিক্ষক দবির উদ্দিন, অবসর প্রাপ্ত শিক্ষক আনছার আলী,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন,আব্দুল আজিজ, শ্রী উজ্জল চন্দ্র সরকার, ইউপি সদস্য কল্পনা বেগম, সদস্য আজাদুর রহমান মকবুল,নান্টু মিয়া, সমাজ সেবক চান মিয়া, মিঠু মিয়া, রফিকুল ইসলাম রঞ্জু, সুজা উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল হাই, হাফিজার রহমান, আমিনুল ইসলাম,ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান রকি সহ সকল শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ।