মানিকগন্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধিনতা দিবস পালিত
শারমিন শোভা ,মানিকগন্জ থেকেঃ ২৬ মার্চ আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মানিকগন্জে যথাযথ মর্যাদার দিবসটি পালিত হয়। এই দিনে সবুজ জমীনে লাল সূর্য খোচিত একটি পাতাকার জন্ম হয়। জন্ম হয় বাংলাদেশের ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা ও বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই ম স্বাধীনতা। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ সহ বিভিন্ন সাস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একযোগে বিশাল স্বাধীনতা র্যালী নিয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভে উপস্থিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন ,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গোলাম মহিউদ্দিন, এড. আব্দুল মজিদ ফটো , জনাব হেলাল উদ্দিন, রমজান আলী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম, আ.ফ.ম. সুলতানুল আযম খান আপেল এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেত্রীবৃন্দ।