মানিকগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:55 PM, 30 April 2019

শারমিন শোভা, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে সাটুরিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক আব্দুল খালেক সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের ফজলুল হক মাষ্টারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন হামলার ঘটনার পর ভুক্তভোগী বাড়ির মালিক দীপক বসাক বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সোমবার ঢাকা জেলার সাভার এনাম মেডিকেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হলেও তার সহযোগী শাহীনুর পলাতক রয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে সাটুরিয়া উপজেলার বসাকপাড়া গ্রামের দীপক বসাকের বাড়িতে হামলা চালায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক ও তার সহযোগীরা। এ ঘটনায় বাড়ির মালিক দীপক বসাক (৩৩), তার স্ত্রী রুম্পা বসাক (২৫), বাবা দুলাল বসাক (৬৩), শ্বশুর দীনেশ বসাক ও শ্যালক দ্বীপ বসাক (২৩) গুরুতর আহত হয়। এ সময় পাল্টা হামলায় যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক ও তার সহযোগী শাহীনুর ইসলামও আহত হয়।

আপনার মতামত লিখুন :