মানিকগঞ্জের প্রধান ডাকঘরের বেহাল দশা
স্টাফ রিপোর্টার: শারমিন শোভা:-
মানিকগঞ্জের প্রধান ডাকঘরটি আনুমানিক ১৯৬৫ সালের পূর্বে নির্র্মিত। বর্তমানে ভবনটি একটি মৃত্যু ফাঁদ। ভবনটি জরাজীর্ন অবস্থায় পরে আছে। তৃতীয় শ্রেনির কর্মকর্তারা এরই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মেরিল অপারেটর বলেন, আমাদের কিছু করার নেই। প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। কিছুদিন আগেও অল্পের জন্য ভেঙ্গে যাওয়া ছাদের কবল থেকে প্রাণে বেঁচেছি। যে কোনো সময় ভবনটির ছাদ ভেঙ্গে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।
মানিকগঞ্জ প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার বলেন প্রকল্পটি হাতে আছে। অচিরেই কাজ শুরু হবে বলে জানান তিনি। জন সাধারনের দাবী যথাযথ কর্তৃপক্ষ অতি দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করবেন।