মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সমন্বিত করার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু সারিয়াকান্দিতে -এমপি আব্দুল মান্নান

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:07 PM, 31 December 2019

জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ মাদ্রাসা শিক্ষাকে এক সময় মানুষ মিস্কিনি বা দ্বীনি শিক্ষা হিসাবে মনে করত। মানুষের ধারণা ছিল মাদ্রাসায় শিক্ষা অর্জন করে মসজিদের ঈমাম, মোয়াজ্জিম, ছোটখাট মক্তব্যে শিক্ষক ছাড়া উপার্জনের কোন সুযোগ নাই। যার কারণে বাবা মা’র যে সন্তানটি জ্ঞান বুদ্ধিতে কম ছিল তাকে মাদ্রাসায় ভর্তি করানো হতো। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাটি বাঙ্গালী এবং খাটি মুসলমান তাই মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছিলেন।

বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সমন্বিত করার জন্য সর্বপ্রকার সহযোগীতা করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জন নেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন। আমি সারিয়াকান্দি বাসীকে সাথে নিয়ে সোনার সারিয়াকান্দি গড়তে চাই।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে অত্র মাদ্রাসার প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনী সুধি সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান।

উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের ঈমাম মওলানা আবুল কাশেম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠান শেষে এমপি আব্দুল মান্নানের নিজস্ব অর্থায়নে সারিয়াকান্দির ৪ হাজার শীতার্থ মানুষের মাঝে উন্নত মানের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।
ক্যাপসন: সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৪তলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন এমপি আব্দুল মান্নান।

আপনার মতামত লিখুন :