মাদক ও মোবাইল নেশা থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই – লাখিন
রংধনু শপিং সেন্টার এর জে এন ফ্যাশন হাউস ও সোনাতলা ফুটবল একাডেমির আয়োজনে প্রিতি ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্য কালে ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন খায়রুল আলম লাখিন, বলেন যুব সমাজ কে রক্ষা করতে মাদক ও মোবাইল নেশা থেকে দুরে রাখতে খেলা ধুলার বিকল্প নেই।
সি এন এন বাংলা টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিনুর ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলা পৌরসভার প্যালেন মেয়র, মশিউর রহমান রানা,সোনাতলা উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক, তাহেরুল ইসলাম তাহের, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর চপল,ক্রিড়া সংস্থার সহসভাপতি আব্দুল জলিল মোল্লা, যুগ্ম সম্পাদক মাহমুদুর রশিদ সোহেল,সদস্য জালাল উদ্দীন বুলু,খেলা সার্বিক সহযোগিতা করেন জুয়েল হোসেন,খেলায় অংশ গ্রহন করেন কাগইল খেলোয়াড় কল্যান একাদশ বনাম সোনাতলা ফুটবল একাডেমি একাদশ, খেলায় উভয় দল গোল শুন্য ড্র করেন। পরে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল পুরস্কার দেন।