মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উধর্ধ মুখী সম্প্রসারিত ভবণের উদ্বোধণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উধর্ধ মূখী সম্প্রসারিত ভবণের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এ উপলক্ষে আজ ১০ মার্চ দুপুরে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশিস কুমার, প্রধান গ্রুপের চেয়ারম্যান নাজির হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহল আমিন শিমুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ফিরোজ খান নুন, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বকুল, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আবু তাহের, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি সোহরাব হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যাপিকা রওনক জাহান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহ সভাপতি আব্দুল অহেদ বিএসসি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা ফিরোজ কবির যুবলীগ নেতা আব্দুল্লাহ আল লাবীবপ্রমূখ।