মহিমাগঞ্জে “পাখিবান্ধব বাংলাদেশ”স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন ইউথ ফর ইউ গাছে হাড়ি লাগানোর কার্যক্রম শুরু
পাখিবান্ধব বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন ” YOUTH FOR YOU” গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রতিটি গাছে গাছে পাখির বাস উপযোগী “হাড়ি” লাগানোর কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।
আজ রবিবার মানবিক নেতা আদম তমিজি হক এই
কার্যক্রমের যাত্রা শুরু করেন। এসময় সংগঠনের সদস্য প্রতীতি অনন্যা, নাজমুছ ছাকিব, প্রত্যয় হাবীব, মুকিত হাসান, নাজিউর রহমান , ইফতেখার মুগ্ধ, মোস্তাফিজুর রহমান ,আবদুল্লাহ নাফিস , অর্নব , চঞ্চল শাহ্ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন আপনারাও নিজ নিজ জায়গা থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণ করতে পারেন। যা আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি, পরিবেশের বাস্তুসংস্থান ঠিক রাখতে সহায়তা করবে এবং এই কাযক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়।