মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাধ্যানুসারে অসহায় ও দারিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব …..এমপি জিন্নাহ্
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মানুষ মানুষের জন্য। মানবতার কল্যাণেই মানব। মানুষ আছে বলেই মানবতা বিরাজমান। একজন মানুষ বিপদে আপদে, সুখে দুখে অন্য মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। সাধ্যানুসারে অসহায় ও দারিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেননা জীব সেবা পরম ধর্ম। আমি সব সময় মানুষ ও এলাকার উন্নয়নে চেষ্টা করছি এবং আমার এ চেষ্টা আগামীতেও অব্যহত থাকবে। গতকাল শুক্রবার বিকালে মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অত্র ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব, শরিফুল ইসলাম জিন্নাহ্। এধরনের মানব সেবামূলক উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধান অতিথি মহাস্থান প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু, প্রভাষক এনামুল হক রঞ্জু, ইউপি সদস্য ওহেদ আলী হাম্মাদ, আবু রায়হান, আব্দুর রাজ্জাক, মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এম শমশের নুর খোকন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক এম.এ হান্নান টগর, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানাউল হক সানা, নির্বাহী সদস্য আব্দুল বাছেত, এস.আই সুমন, সোহেল রানা, আমিনুল ইসলাম, আজিজুল হক বিপুল, নুরনবী, সাফায়াত সজল, রবিউল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উলেখ্য যে, এসময় ৪শ ৭৫ জন শীতার্ত গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।