বিজয় দিবসে সংবাদ আজকাল পত্রিকার শহীদদের প্রতি শ্রদ্ধা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:16 PM, 17 December 2019

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে গতকাল যেন সব ফুল ফুটেছিল শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। চারদিকে বিজয়োত্সব। লাল-সবুজের বিজয় নিশান আর ফুল হাতে জনস্রোত ছিল সর্বত্র। চারদিকে নতুন প্রজন্মের বাঁধভাঙা উচ্ছ্বাস। অহংকার ও অর্জনের বিজয়ের উল্লাসে মেতেছিল পুরো দেশ।

সে দিক থেকে পিছনে ছিল না আমাদের সংবাদ আজকাল অনলাইন পত্রিকা পরিবারও।বিজয়ের ৪৮ বৎসরে সংবাদ আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্জ জাহাঙ্গীর আলম নান্নু (আকন্দ),
ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাহিনুর ইসলাম ,স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন (রাজু) বগুড়া সোনাতলা উপজেলা শেখ রাসেল মিনি স্টোডিয়াম শহীদ মিনারে ভোর ৬ ৩০ মিঃ বাংলার বীর সেনাদের প্রতি সংবাদ আজকাল অনলাইন পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এসময় প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্জ জাহাঙ্গীর আলম নান্নু বলেন বস্তূ নিষ্ঠ সংবাদ পড়ার জন্য সংবাদ আজকাল পত্রিকা পড়ার জন্য সকল পাঠক কে অনুরোধ করেন।আগামী দিনে ভালো আরো খবর নিয়ে আমাদের পত্রিকা আপনাদের পাশে থাকবে বলে তিনি দাবি করেন।সকল বীর শহীদদের মজ্ঞল কামনা করনে।

আপনার মতামত লিখুন :