বাল্য বিবাহ দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে – পুলিশ সুপার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:45 PM, 29 April 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বি.পি.এম. বার বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ বর্তমানে সমাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী যাই হোক না কেন তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে। বর্তমানে মাদক মহামারী আকার ধারণ করেছে। মাদক নির্মূল করতে হলে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তিনি আরোও বলেন, আপনাদের ছেলে-মেয়েদের মানুষ হিসাবে গড়ে তোলার জন্য বাল্য বিবাহ থেকে রক্ষা করতে হবে। রবিবার উপজেলার বাকসন উচ্চ বিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ময়দানহাট্টা ইউনিয়ন চেয়ারম্যান এস.এম রুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তাপস কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ওসি তদন্ত সানোয়ার হোসেন, ওসি অপারেশন নান্নু খান, স্থানীয় সুধীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শাহ আলম, ইউপি সদস্য মাসুম বিল¬াহ প্রমুখ। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্বে প্রধান অতিথি শিবগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানা ক্যাম্পাসের মধ্যে রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :