বগুড়া সোনাতলায় দোকান পাট ভাঙচুর লুটপাট অগ্নি সংযোগঃ স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা
সংবাদ আজকালঃ বগুড়া সোনাতলা উপজলোর বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন কে প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে দোকান পাট ভাঙচুর লুটপাটরে ঘটনায় সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোনাতলা থানায় সাবেক বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য ডাঃ হাবীবুর রহমানের ছেলে শাকিল রেজা বাবলা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় তিনি উলেখ করনে, তাহার পৈত্রিক সম্পত্তি স‚ত্রে পাওয়া বালুয়াহাট বাজার এলাকায় ৪শতাংশ জমির উপর ১০টি দোকান ঘর দির্ঘ দিন থেকে ব্যবস্যা বানিজ্য ও ভাড়া দিয়ে ভোগ দখল করিয়া আসিতেছি। এরই মাধইে গত ১১ই আগষ্ট দিবাগত রাতে চেয়ারম্যান রুহুল আমিন অন্যায় ভাবে তাহার লোকজন নিয়ে দোকান ঘর গুলি ভাঙচুর চালায় ও দোকানে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায় ।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি সাথে কথা বললে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন।