বগুড়া সারিয়াকান্দি ইউপি চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিটঃ মামলা দায়ের, চেয়ারম্যান পলাতক, গ্রেফতার ৫

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:57 PM, 29 April 2019

সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া সারিয়াকন্দি উপজেলার হাট শেরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ্ব মতিয়ার রহমান এর বিরুদ্ধে মারপিটের অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা যায়, হাট শেরপুর এলাকার মুক্তিযোদ্ধা মৃত মান্নান মন্ডলের এর ছেলে লিটন মিয়া গত কাল রবিবার ইউপি কর পরিশোধের জন্য গেলে সেখানে সামান্য কথা কাটাকাটি নিয়ে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে তার লোকজন সহ লিটনকে বেধরক মারপিট করে। এ ঘটনায় লিটন গুরুত্বর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ছেলেকে অন্যায় ভাবে মারপিটে আহত করায় লিটনের আত্মীয় স্বজন ও গ্রাম বাসী ওই ইউনিয়ন ঘেরাও করেন। পরে কৌশলে চেয়ারম্যান সহ তার লোকজন পালিয়ে যায় বলে জানাযায়। ঘটনার পর লিটনের মা লাইলি বেওয়া গতকাল সন্ধায় সারিয়াকান্দি থানাতে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান কে প্রধান আসামি করে ১১জন আসামি সহ অজ্ঞাত ২০জন উল্লেখ করে মামলা দায়ের করেছে। সারিয়াকান্দি থানার মামলা নাম্বার ২১ তারিখ ২৮-০৪-১৯ ইং। এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং উল্লেখিত মামলায় ৫জনকে আটক করা হয়েছে বলে জানান। এদিকে চেয়ারম্যান মতিয়ার রহমানের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :