বগুড়া সারিয়াকান্দিতে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন

সারিয়াকান্দি প্রতিনিধিঃ ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। তিনি বলেন, ভূমি সেবা সহজকরণে সরকার কাজ করে যাচ্ছে এবং প্রতিটা ভূমি সেবা এখন ঘরে বসেই অনলাইনে পাওয়া যায়। ভূমিসেবা সপ্তাহ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।
এ সময় উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।