বগুড়া র্যাবের অভিযানে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
আজকাল ডেস্কঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাদলা ডাকঘর এর অন্তর্গত ভান্ডার পাইকা ঈদগাহ মাঠ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
মোঃ রাব্বির হোসেন রিতু (২৮), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-ভান্ডার পাইকা (পূর্বপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া’কে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড এবং ৭০০/- (সাতশত) টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।