বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দামের উদ্যোগে বৃক্ষ রোপন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:56 PM, 12 July 2020

আবু সাঈদ( বগুড়া) প্রতিনিধিঃ রবিবার বিকালে বগুড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দামের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভপতি ভিপি সাজেদুর রহমান শাহিনের নির্দেশনায় শহরের ৪নং ওয়ার্ড চকসূত্রাপুর নগর মাতৃসদন কেন্দ্র চত্ত্বরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ উত্তর শাখার সভাপতি মশিউর রহমান মন্টি। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ফতেহ আলী বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আলাল শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগ উত্তর শাখার সহ-সভাপতি শাহা আলম, যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক গুলজার রহমান সাগর, ৪নং ওয়ার্ড স্বেচ্ছসেবক লীগ নেতা কাবিরুল ইসলাম মুন্না,নাইবুল হক নিলয়, রাকিবুল হাসান ইসতি,সাজ্জাদ হোসেন, সোহান হোসেন, অনিক, আনন্দ রহমান,মোঃ সাকিব, রাশেদ ইসলাম ও জিহাদ। বৃক্ষ রোপন পূর্বে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

মানব জাতির বেঁচে থাকার জন্য গাছের কোন বিকল্প নাই। কারন গাছ থেকেই আমরা অক্রিজেন পাই। এজন্য আমাদের প্রত্যেকে উচিত বসত বাড়ির আশপাশ, রাস্তার দু পাশে,পতিত জমি,পুকুর পাড় ,শ্মশান ও করব স্থানে চারা গাছ রোপন করা। (খবর বিজ্ঞপ্তি)
ক্যাপশনঃ রবিবার বিকেলে শহরের চকসূত্রাপুর নগর মাতৃসদন কেন্দ্র চত্ত্বরে প্রধান মন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ উত্তর এর সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মাদ সাদ্দামের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর স্বেচ্ছাসেবক লীগ উত্তর শাখার সভাপতি মশিউর রহমান মন্টি।

আপনার মতামত লিখুন :