বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ও সোনাতলার বালুয়া হাট যেন করোনা মুক্ত; প্রশাসনের নিরবতা হাটের জায়গা না থাকলেও জয়বাংলা হাটে রাত ১০টা পর্যন্ত রাস্তা বন্ধ করে গরুর হাট! 

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  03:22 PM, 17 July 2021

রায়হানুল ইসলাম বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার  নাড়ুয়ামালা, সোনাতলা  উপজেলার বালুয়াহাট যেন করোনা মুক্ত। নামে প্রশাসনের উপস্থিতি থাকলেও  প্রশাসনের নিরবতায় চলছে হাটুরেদের কোরবানীর গরুর হাট। তবে কোন কিছুর তোয়াক্কা না করে বগুড়া সদরের বনানী-মাটিডালি বাইপাস রোডে হাটের জায়গা না থাকলেও জয়বাংলা হাটে রাত ১০টা পর্যন্ত রাস্তা বন্ধ করে চলেছে গরুর হাট।
আর এ কারণে বগুড়া শহর থেকে নাড়ুয়ামালা, সুখানপুকুর কলেজ ষ্টেশন, চরপাড়া যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সাথে ২০ থেকে ৩০ কিলোমিটার বিকল্প পথ পাড়ি দিয়ে বাড়তি ভাড়া দিয়ে যেতে হয়েছে হাজার হাজার পথচারীকে। স্বয়ং ইজারাদাররা গাদাগাদি করে বসে সোনাতলা  উপজেলার বালুয়াহাট হাটে তর্ক-বাহাছের সঙ্গে সিগারেট ফুকে যাচ্ছেন নির্দ্বিধায়। এমন অসচেতন হাট পরিচালনাকারীরা কি করে হাট নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মানুষ।

আপনার মতামত লিখুন :