বগুড়ায় বেলা’র আয়োজনে পরামর্শ সভা
![বগুড়ায় বেলা’র আয়োজনে পরামর্শ সভা](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2016/01/bb.jpg)
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার বগুড়া উত্তর চেলোপাড়া চাষী বাজার মাঠে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র আয়োজনে “করতোয়া নদী দখল ও দূষণ বিষয়ে আদালতের অবহিতকরণ” শীর্ষক এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটির প্রধান আলোচক ছিলেন বেলা রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্যের মধ্যে টুকু, রনি, সোহাগ, রাজন, সাকিল হাসান, বিশাল শেখ, নজরুল, লাবু, কালু, বাপ্পী, রাশেল, রবি, আরিফুল বেলা এনজিও ষ্টাফ রাশেদুল ইসলাম রতন, গোলাম মোস্তফা, রাশেদুল ইসলাম প্রমূখ।