বগুড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:15 PM, 23 June 2019

প্রেস রিলিজঃ
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস,এজেন্টস এন্ড পেট্রোল
পাম্প ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে রাজশাহী বিভাগী সম্মেলন রাজশাহী
বিভাগীয় কার্যালয় বগুড়ার বেতগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় রাজশাহী বিভাগীয় এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয়
কমিটির মহাসচিব বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলামের পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব
এম এ মোমিন দুলাল, আব্দুল মান্নান সিকদার, মো: আ: কাদির, আঃ আওয়াল খান
চৌধুরী, ওয়াজেল হক, আলহাজ্ব মোঃ মামদুদুর রহমান, আলহাজ্ব এ আর এম
খোরেশেদ আলম লিটন, জাকির হোসেন, আশরাফ হোসেন, জিয়াউল হক, শাহ মোঃ
সেলিম, বরিশাল বিভাগের শাহ আলম, ঢাকা বিভাগের সভাপতি আনোয়ার হোসেন
মেহেদী, খুলনা বিভাগের সভাপতি সাজ্জাদুল করিম , সাাধারণ সম্পাদক শেখ ফরহাদ,
রংপুর বিভাগের আহবায়ক শাহ মো: সেলিম, যুগ্ন আহবায়ক রওশন আলী, আজাহার
আলী, আলহাজ্ব আকবর আলী, ফজলুর রহমান,ওবায়দুল হক, জ্যোতি, আজিজার রহমান,
আলহাজ্ব হাবিবুর রহমান, মাহবুব আলম, শাহ জালাল, হাফিজুর রহমান। অনুষ্ঠান
শুরুতেই এ সংগঠনের সকল মৃত্যু সদস্যদের রুহের মাগফিরাত ও দেশ জাতীর সমৃদ্ধ
কামনা করে দোয়া করা হয়। সম্মেলনে ১৫ দফা দাবী উপস্থাপন করে সেগুলো আদায়ের
লক্ষে আলহাজ্ব মোঃ সাজ্জাদুল করিমকে আহবায়ক ও বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব
মিজানুর রহমান রতনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পেট্রোল
পাম্প ও জ্বালানী সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, বতর্মান
কেন্দ্রীয় কমিটি সচল না থাকায়, পুনরায় নতুন কমিটির গঠন করে দাবী গুলো
আদায়ের জন্য সকল বিভাগের পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সদস্যদের
ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আপনার মতামত লিখুন :