বগুড়ায় চারুকলা শিক্ষক নিয়োগ প্রফেসনাল কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধিঃ শুক্রবার বগুড়া শহরের কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারুকলা শিক্ষক নিয়োগ প্রফেসনাল কোর্স ডিপ্লোমা ইন ফাইন আটর্স প্রোগ্রাম /সমমান কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট-এর অধীনে পরিচালিত পরীক্ষা পরিদর্শন করেন পরীক্ষা পরিদর্শক অফিসার হারুন উর রশীদ।
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট-এর পরিচালক মোঃ সোহেল মন্ডলের সার্বিক তত্বাবধানে অন্যানের মধ্যে দায়িত্বরত ছিলেন সহ-পরিচালক ফারজিন আক্তার জেরিন, অধ্যক্ষ ভোলানাথ, উপাধ্যক্ষ আল মাহমুদ, আবু তাহের, শারমিন আক্তার, জেসী, শেফালী, হাবিব রঞ্জু, মেঘলা, মাহি, শিল্পী, রুবেল, সাখাওয়াত হোসেন, নূর আমিন, টুটুল, বিচিত্র দাস প্রমুখ।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (রিঢ়ড়) অনুমোদিত এই কোর্সের শিক্ষার্থীদের প্রাশমিক ও মাধ্যমিক বিদ্যালযে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলে পরীক্ষকরা জানিয়েছেন।