বগুড়ায়  করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রীর উপহার চাল নিম্ন আয় মানুষের মাঝে বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:20 AM, 15 April 2020

 

মঙ্গলবার বগুড়ায় ১৬নং ওয়ার্ডে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পৌরসভা
থেকে বরাদ্দকৃত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার চাল নিম্ন আয়
মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরের দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বগুড়া পৌরসভা থেকে উপ বরাদ্দকৃত ত্রান অত্র ১৬নং ওয়ার্ডের গরীব, দিন মজুর, হোটেল শ্রমিক, কুলি, রিক্স্রা/ভ্যান চালক যারা করোনা ভাইরাসের কারনে বাহিরে কাজ করে জীবন যাপন করতে পারছে না এ রুপ মানুষের মধ্যে সরকারি বিধি মোতাবেক বিনামূল্যে ১০ কেজি চাল বিতরন করেন অত্র ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল।

সরকারের বরাদ্দকৃত ত্রান ছাড়াও ব্যক্তিগত অর্থায়নে অত্র ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে এবং যতদিন এই পরিস্থিতি থাকবে তার এই সহযোগিতা অব্যহত থাকবে । এ সময়
উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার, পৌরসভা ট্যাগ অফিসার সহ ইউএলও, ইউএফও কর্মকর্তাবৃন্দ। ৫৭০কেজি চাল ১শত ৫৭জন কর্মহীন মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

 

বিতরনকালে তিনি বলেন, যতদিন বেঁচে আছি আমার
ওয়ার্ডে কেউ না খেয়ে থাকবে না। জীবনের শেষ মহূর্ত পর্যন্ত সাধারন খেটে খাওয়া ও দুস্থ্য মানুষের পাশে থেকে তাদের সাহার্য্য সহযোগিতা করব। পাশাপাশি বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঘরে থাকার আহবান জানান।

আপনার মতামত লিখুন :