বগুড়ার মহাস্থানগড়ে ২৩০০ বছর আগের নিদর্শন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:04 AM, 14 December 2019

নুরনবী রহমান,বগুড়া প্রিতিনিধিঃ বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নত্বাত্তিক খননে এবার পাওয়া গেছে ২৩০০ বছর আগের অর্থাৎ মৌর্য, শুংগ, গুপ্ত, পালসহ বিভিন্ন আমলের ইটের অবকাঠামোর পাশাপাশি নানা ধরনের প্রত্নত্বাত্তিক নিদর্শন।
এবার বগুড়ার মহাস্থানগড়ে বৈরাগী ভিটা এলাকায় খনন শুরুর পর মিলেছে প্রত্নত্বাত্তিক নিদর্শন।

বাংলাদেশ-ফ্রান্সের ১১ সদস্যের একটি যৌথ খনন দল কিছু দিন মহাস্থানগড়ে বৈরাগী ভিটা এলাকায় খনন শুরুর কয়েকদিনের মধ্যেই মাটির নিচে পাওয়া যায় যিশু খ্রিস্টের জন্মেরও অন্তত তিনশ বছর আগে ইটের তৈরি অবকাঠামো। একই সঙ্গে খননে মিলেছে শুংগ আমলে তৈরি বেশ কিছু ইটের অবকাঠামো।

প্রত্নত্বাত্তিক অধিদপ্তরের সহকারী পরিচালক ও বাংলাদেশ খনন দলের অন্যতম সদস্য মজিবুর রহমান বলেন, ওই এলাকায় যৌথ খননে মৌর্য আমল অর্থাৎ ২ হাজার ৩০০ বছর আগের তৈরি ইটের কিছু অবকাঠামো পাওয়া গেছে। একই সঙ্গে শুংগ আমলে তৈরি কিছু টাইলসও পাওয়া গেছে

আপনার মতামত লিখুন :