বগুড়ার পীরগাছা কালী মন্দিরের পুরাহিতকে আই এস এর নামে চিঠিতে হত্যার হুমকি
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সদরের পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরাহিত মৃনাল কান্তি ভাদুরী চেনু ও তার ছেলেকে হত্যার হুমকি দেন নিষিদ্ধ সংগঠন ছাত্র আইএস এর নামে ।বাইপোষ্টের চিঠিতে উলেখ সারা দেশে বিভিন্ন মন্দিরের পুরাহিতদের হত্যার ধারাবাহিকতায় এই মন্দিরের পুরাহিতের হত্যার পালা। তারা আরো পুরাহিতকে যা খেতে ইচ্ছে করে তাই খেয়ে নিতে চিঠিতে লিখেছে। এব্যাপারে মন্দির কমিটির সভাপতি নিখিলেশ চন্দ্র মুজমদার, সাধারন সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকার বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান ও সদর থানা অফিসার ইনচার্জ আবুল বাসার কে জানান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান ও ওসি আবুল বাসার পীরগাছা বন্দর কালামাতা ও শিব মন্দির পরিদর্শনে আসেন। এসময় ইউএনও পুরাহিত মৃনালকান্তি ভাদুরীকে শান্তনা প্রদান ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পাহারা জোরদার এবং এসমস্থ ব্যাপারে জনগনকে সজাগ থাকার জন্য পরামর্শ দেন। এ সময় সদর থানা এসআই আব্দুর রাজ্জাক, নবনির্বাচিত ইউপি সদস্য রুবেল সাকিদার, এনামুল হক উকিল, বনিক কমিটির সাধারন সম্পাদক আলীউল রেজা, ইউপি সচিব মুঞ্জরুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল,পুজা উদযাপন কমিটির সদস্য অনন্ত চন্দ্র, অসীম সরকারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।