বগুড়ার শিবগঞ্জের পিরবে দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নে সৈয়দপুর গ্রামে দু- গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ভয়ে পুরো গ্রাম পুরুষ শুন্য।শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির ভাটরা সৈয়দ পুর গ্রামে মুকুল হোসেন ওরফে লবু এবং গনি প্রধান দুই গ্রুপের মধ্যে ব্যাডমেন্টন খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ মারপিট স্বর্ণ ও টাকা লুটপাট বাড়ি ঘর ভাংচুর করার সংবাদ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে তথ্য ও উপাত্ত নিয়ে জানা যায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন থেকে লিজ নেওয়া পুকুর নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই এক পর্যায়ে ব্যাডমেন্টন খেলাকে কেন্দ্র করে প্রথমে মুকুল হোসেন লবু তার গ্রুপের ছেলেরা গনি প্রধান গ্রুপের উপর হামলা মারপিট বাড়ি ঘর ও আসবাব পত্র ভাংচুর করেছে বলে প্রমান পাওয়া গেছে। পরে থানা পুলিশ জানতে পেরে ঘটনার স্থল পরিদর্শন করেছেন। তার পর সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে গনি প্রধান গ্রুপের লোকজনেরা প্রতি পক্ষের প্রতি হামলা এবং তাদের কয়েকটি বাড়ি ঘর ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গনি প্রধান শিবগঞ্জ থানায় মামলা করার জন্য পস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Attachments area