প্রকাশিত সংবাদের প্রতিবাদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:20 PM, 21 September 2019

আব্দুর কাদের জিলানীঃ ১২ সেপ্টেম্বর ২০১৯ দৈনিক ঠাকুরগাঁও খবর, দৈনিক অধিকার অনলাইন নিউজ পোর্টাল, গত ১৪ সেপ্টেম্বর ২০১৯ জাতীয় দৈনিক কালের কন্ঠ, দৈনিক নয়া দিগন্ত ও অন্যান্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “রুহিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকুরি করার অভিযোগ!” শিরোনামে ও এতদ্বসংশ্লিষ্ঠ ভিন্ন শিরোনামে আমার অধিনস্ত সহকারী গ্রন্থাগারিক শেফালী বেগমের বিরুদ্ধে একটি সংবাদ পরিবেশন করা হয় যা ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রকাশিত প্রতিবেদন সর্ম্পকে আমার সুস্পষ্ট বক্তব্য হলো যে, সংবাদটি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও মহোদয়ের নিকট বিদ্যালয়ের অভিভাবকের স্বাক্ষর যুক্ত আবেদনের পরিপেক্ষিতে করা হয়েছে। মর্মে মশিউর রহমান ও আব্দুল বাতেন নামে যে ২জন অভিভাবকের সাক্ষাৎকার পত্রিকায় প্রকাশিত হয়েছে। উক্ত ২জন অত্র বিদ্যালয়ের আদৌও কোন অভিবাবক নন। সুতরাং আবেদনটি সম্পন্ন ভ’য়া। উক্ত সংবাদ পরিবেশনের ফলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে। যা মানহানীকর বিষয়ও বটে। উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং একটি কু-চক্রী মহল এ ষড়যন্ত্রের সংঙ্গে প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছে বলে আমার নিকট প্রতীয়মান হয়েছে। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

প্রতিবাদকারী
মোঃ আব্দুল মান্নান
প্রধান শিক্ষক
রুহিয়া উচ্চ বিদ্যালয়
রুহিয়া, ঠাকুরগাঁও।

আপনার মতামত লিখুন :