ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকদেরকে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন রাষ্ট্রপতি।
বিচারকদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,দেশ জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাঁদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন দেশবাসী তা প্রত্যাশা করে।
বিচারকদের আরো বেশি কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন,বিচার কাজ একটা জটিল বিষয়। কিন্তু তারপরও আমি বলবো মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে।