নরেন্দ্র মোদির নিরাপত্তায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:10 PM, 15 November 2015


তুরস্ক সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৫ সদস্যদের নিয়োগ করা হয়ে থাকতে পারে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
ব্রিটেন সফরশেষে মোদি এখন জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক রয়েছেন। প্যারিসে শুক্রবার রাতের হামলার পর আরো অনেক দেশের মতো মোদির নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় কর্মকর্তারা মোদির জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থাগুলো বিদেশ সফররত মোদির জন্য প্রথমবারের মতো নিরাপত্তা-ব্যবস্থায় পরিবর্তনও এনেছে।
মোদির জন্য এখন বিদেশী গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে। এতে বলা হয়েছে, বিদেশী এজেন্টদের মধ্যে মোসাদ ও এমআই৫ সদস্য থাকতে পারে। তারা ভারতীয় এজেন্টদের পাশাপাশি দায়িত্ব পালন করবে।

আপনার মতামত লিখুন :