দক্ষিণ কোরিয়ায় ট্রেনিং শেষে বাংলাদেশের বজ্র ব্যাবস্থাপনা প্রশিক্ষনে যাওয়া মেয়রসহ সরকারী কর্মকর্তাগন এখন থাইল্যান্ডে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:16 PM, 29 August 2019

সংবাদ আজকালঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশ হিসেবে বজ্র ব্যাবস্থাপনার উপর প্রশিক্ষন সারা দেশের মধ্যে ২৬ জন মেয়র ও ৬ জন সরকারী কর্মকর্তার বজ্র ব্যাবস্থাপনার উপর প্রশিক্ষন দল দক্ষিণ কোরিয়ার ট্রেনিং শেষে এখন থাইল্যান্ড ।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেন্জারে ভিডিও কলে সংবাদ আজকালের ভারপ্রাপ্ত সম্পাদক কে জানিয়েছেন সোনাতলা পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু, তিনি বলেন আল্লাহ রহমতে সোনাতলা পৌরবাসীর দোয়ায় সফল ভাবে দক্ষিণ কোরিয়ার ট্রেনিং শেষ হয়েছে। এখন থাইল্যান্ড সফর শেষে ০৩-০৯ -২০১৯ তারিখে বাংলাদেশের উদ্যেশে রওনা হবেন। এজন্য আবারো সকলের দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন :