ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পারেশন নির্বাচন জানুয়ারিতে

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:05 AM, 06 November 2019

সাহাব উদ্দীন রাফেল : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পারেশন আগামী জানুয়ারিতে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। একই দিনে এই নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল নির্বাচন কমিশনে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কমিশন বৈঠক শেষে

ইসি সচিব সাংবাদিকদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে। ইসি সচিব আরও বলেন, নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। যেহেতু এখনও সময় হয়নি তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মার্চের শেষ বা তার পরে নতুন ভোটার নিয়ে হালনাগাদ তালিকার মাধ্যমে এ সিটিতে ভোট হবে।উল্লেখ্য, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ নির্বাচনে বাকি মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম।

তিনি বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণের দায়িত্বে সাঈদ খোকন।

আপনার মতামত লিখুন :