ঠাকুরগাঁওয়ে গুজব রোধে পুলিশের প্রচারণা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:37 PM, 01 August 2019

আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁওঃ ছেলেধরা গুজব ও গণপিটুনি রোধে ব্যাপক প্রচারণা করছে ঠাকুরগাঁও পুলিশ।
৩১ জুলাই বুধবার সকাল থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন সহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদেও সাথে মতবিনিময় করছেন পুলিশ।
এসময় সালন্দর উচ্চ বিদ্যালয়, সালন্দর ডিগ্রী কলেজ, সালন্দর হাজী কামরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলার বিভন্ন স্কুলে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রী স্কুলের শিক্ষক-শিক্ষীকাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন পুলিশের কর্মকর্তরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর থানার ওসি আশিকুর রহমান, ওসি অপারেশন গোলার মুর্তুজা, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল সহ পুলিশের কর্মকর্তারা।
বক্তরা বলেন, গুজবের সাথে তাল মিলিয়ে কোন মানুষকে হত্যা করার অধিকার কোন মানুষের নেই। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। যদি কাউকে ছেলেধরা সন্দেহ হয় তাহলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দেয়ার অনুরোধ জানান বক্তরা।

আপনার মতামত লিখুন :