ঝিকরগাছা খাদ্য বিভাগ কর্তৃক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় শুরু
মিঠুন সরকার,ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি :
“গুদামে গুদামে কৃষকের ধান,বাঁচে কৃষক বাঁচে প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(২৩ জুলাই) দিনব্যাপি ঝিকরগাছা খাদ্য বিভাগ কর্তৃক যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হয়েছে।স্থানীয় ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি এবং ১০৪০ টাকা মন দরে এ ধান ক্রয় করা হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে এ ধান ক্রয়ের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব) ডাঃ মো: নাসির উদ্দিন,ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার,ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা,গণমাধ্যমকর্মী সহ ঝিকরগাছা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।