ঝিকরগাছায় ফলদ বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:15 PM, 01 August 2019

মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযানের র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথ হিসাবে উপস্থিত ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডা মো: নাসির উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচ্যক ছিলেন, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সহকারী ভূমি কমিশনার সাধন কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা সামাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএস.এম জিল্লুর রশিদ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল হক, উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক, এমামুল হাবিব জগলু, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মাহবুব হাসান বরি, পৌর কাউন্সিলরগণ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপভাইজার মোঃ কামরুজ্জামান।

আপনার মতামত লিখুন :