ছাত্রদলের সভাপতি বগুড়ার খোকন সাধারণ সম্পাদক শিমুল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:04 AM, 19 September 2019

সাহাব উদ্দিন রাফেল : ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পেল ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা শাহজাহানপুরের বাসায় বুধবার সন্ধ্যা থেকে ছাত্রদলের ৬ তম কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। মোট ৫ টি বুথে ব্যালটের মাধ্যমে কাউন্সিলরা পছন্দের প্রার্থীকে ভোট দেন। শুরু থেকেই লন্ডন থেকে স্কাইপেতে ভোটগ্রহণ সময় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।ছাত্রদলের সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক ১৯ জন প্রার্থী । ৫৩৩ জন কাউন্সিলরের ভোট তার মধ্যে ভোট পরেছে ৪৮০ টি। সভাপতি পদে ফজলুর রহমান খোকন ভোট পেয়েছে ১৮৬.সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভোট পেয়েছেন ১২৬.ভোট গননা শেষে বি এন পির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক জিয়ার ঘোষণা করে ছাত্রদলের নতুন নেতা নির্বাচিতর নাম প্রকাশ করেন। তবে বেশ কয়েকজন কাউন্সিলরসহ ছাত্রদল নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।অবিলম্বে সবার মুক্তি দাবি করেন।

আপনার মতামত লিখুন :