চৌগাছায় ডেঙ্গু ও মশক নিধনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মিঠুন সরকার, ঝিকরগাছা-চৌগাছা (যশোর) প্রতিনিধি:
মঙ্গলবার (৩০ জুলাই) যশোরের চৌগাছা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দেশব্যাপী ডেঙ্গু ও মশক নিধনের উপর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডা মো: নাসির উদ্দিন বলেন,” ডেঙ্গু প্রতিরোধে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন,তার পাশাপাশি ব্যাক্তিগত সচেতনতাও জরুরি।বিভিন্ন গুজবে কান দেবেন না এবং কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান তারা তৎক্ষণাৎ বেবস্থা নেবেন। মনে রাখবেন বিনপি-জামায়াত সরকারের ভাবমূর্তি নষ্ট করতে গুজব ছড়াচ্ছে, এদেরকে প্রতিহত করুন । ”
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মুস্তানিছুর রহমান,ভাইস চেয়ারম্যান দেবাশীষ ভট্টাচার্য,মহিলা ভাইসচেয়ারম্যান নাজনীন আক্তার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান সোহো চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী।