চিরিরবন্দরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:27 AM, 01 May 2019

মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর, প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক প্রতিবিধান সম্পার্কিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং চিরিরবন্দর ফায়ার সার্ভিসের আয়োজনে অগ্নিনির্বাপণ বিশেষ মহড়ার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় মহড়া পরিচালনা করেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান। উদ্বোধণী অনুষ্ঠানে আবুর হাসান মাহমুদ আলী এমপি বলেন, অগ্নিকান্ডসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়ার আয়োজন এর মাধ্যমে কিভাবে দূর্ঘটনা মোকাবেলা করা যায় তা আমাদের সকলকে জানতে হবে। ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ আগম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই। এছাড়া মহড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, চিরিরবন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপিত আয়ুবুর রহমান শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত অফিসরা ইনচার্জ হারেসুল ইসলাম, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :