চিরিরবন্দরে তেঁতুলগাছে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:32 PM, 25 September 2019

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ তেঁতুলগাছ থেকে জয় চন্দ্র রায় (১৬) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে। নিহত জয় চন্দ্র রায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দলগ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনাটি গত ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দামুয়া বিল নামক স্থানে ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিন নশরতপুর গ্রামের দামুয়া বিলের ধারে তেঁতুলগাছে রশি দিয়ে ফাঁস দেয়াবস্থায় জয় চন্দ্র রায় নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ খবর থানা পুলিশে দিলে পুলিশের এস আই মো. লিটন আকন্দ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। তার পরিবারের সদস্যরা জানান, সে ইতিপূর্বে ২/১ বার আত্মহত্যা চেষ্টা করে ব্যর্থ হয়।
এস আই লিটন আকন্দ জানান, গত ২৩শে সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে সে ওই গাছে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন :