চিরিরবন্দরে ইউএনও এর হস্তক্ষেপে রক্ষা পেল স্কুল ছাত্রী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:20 AM, 01 May 2019

মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর,প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার পল্লীতে বাল্যবিবাহের অনুষ্ঠানস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার সংবাদে বিয়ে বাড়ির সকল লোকজন বাড়ি ছেড়ে পলায়ন করায় বিয়ে ভন্ডুল হয়ে গছে।
এ ঘটনাটি গতকাল ২৯শে এপ্রিল দিবাগত রাত ২টায় উপজেলার আবদুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামে ঘটেছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানীসহ থানার পুলিশ ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোরশেদ উল আলমকে সঙ্গে নিয়ে রাতেই দিঘারণ গ্রামের আব্দুর রশিদের ৭ম শ্রেনিতে পড়–য়া কিশোরী কণ্যার বিয়ে বাড়িতে যেতে রাস্তা ভাল না হওয়া ও গাড়ি প্রবেশের রাস্তা না থাকায় পৌনে ১ কিঃ মিঃ হেটে সময় লাগায় আগাম সংবাদ পেয়ে বিয়ে বাড়ির সকল লোকজন পালিয়ে যায়। এতে করে বিয়েটি ভন্ডুল হয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :