গোবিন্দগঞ্জে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
১৯৭৫ সাল, ৩ রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে এক নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। আগষ্টের পর নভেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে এই নারকীয় হত্যাযজ্ঞের সূত্রপাত। এরপর বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং কামারুজ্জামানকে নির্মমভাবে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ,গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ফরহাদ আকন্দ, যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোসেন সাদ্দাম,ঢ়মোঃ বাবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তৌকির হাসান রচি, ৪ নং রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক তারিক রিফাত, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মমিন শেখ রুবেল।
সকাল ১০ ঘটিকায় কুটিবাড়ী উপজেলা চত্বর থেকে শোকর্যালি পরিচালক হয়। শোকর্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটি শহীদ মিনার চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর বক্তারা ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।