গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ পুনতাইড় কুশারতাইড় ভোট কেন্দ্র পূর্ণাজ্ঞ বহাল রাখার দাবিতে মানববন্ধন
আজকাল ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন ফকিরপাড়া সাব কেন্দ্র না করে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুশারতাইড়) কেন্দ্রকে পূর্ণাজ্ঞ কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবী আমরা ফকিরপাড়া গ্রামবাসী দীর্ঘ দিন যাবৎ পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুশারতাইড়) ভোট কেন্দ্রে ভোট প্রদান করে আসতেছি এখন যদি এই ভোট কেন্দ্র সরিয়ে অন্য জায়গায় নেয়া হয় তবে ভোটারদের জন্য ভোট দিতে যাওয়া খুবই কস্ট হয়ে দাঁড়াবে।
এলাকাবাসী আরো জানান যেখানে সাব কেন্দ্র করার প্রচেষ্টা চলছে সেই গ্রামটি আমাদের গ্রাম থেকে দূরে এবং সেখানে যাতায়াত ব্যাবস্থা খুবই খারাপ অবিলম্বে ফকিরপাড়া সাব কেন্দ্র না করে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুশারতাইড়) কেন্দ্রকে পূর্ণাজ্ঞ কেন্দ্র বহাল রাখার দাবি করেছেন অত্র এলাকার সাধারণ ভোটারগন।