গাবতলীর সোনারায় ইউনিয়ন আ.লীগ নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী রাঙ্গা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 29 February 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নির্বাচন সোনারায় ইউপি কার্যালয় হলরুমে গত রবিবার অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ জন আ.লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদন্ডিতা করায় শেষে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক ভোট প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.এইচ আজম খান,সহ-সভাপতি আব্দুস ছালাম ভোলন,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু,যুগ্ম সম্পাদক আব্দুুল গফুর,সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু প্রার্থী নির্বাচনের ভোট গ্রহনের দায়িত্ব পালন করেন। এতে উপজেলা আওয়ামীলীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ডি জেলা আওয়ামীলগনেতা তারাজুল ইসলাম পেয়েছে ২৯ভোট, আ.লীগনেতা আলতাফ পেয়েছে ১৪ ভোট। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজাহান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল,জেলা সেচ্ছাসেবক লীগনেতা প্রভাষক মামুনুর রশিদ,আ.লীগনেতা দুলাল করিম দুলাল, ডাঃ জালাল,হোসেন আলী,মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু,ছাত্রলীগনেতা গাজি,অমর,রিপন,আছাদ,মুক্তার,শাকিলসহ থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃনমুল নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগন বলেন, আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল দ্বিধাদন্ড ভুলে দলীয়ভাবে যাকে নির্বাচিত করা হবে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :