গাবতলীর কাগইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এডিপির অর্থায়নে খেলাধুলা সামগ্রী বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:30 PM, 12 May 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গত বৃহস্পতিবার বগুড়া গাবতলীর কাগইল ইউপির উদ্যোগে এডিপির অর্থায়েনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সমিতিতে খেলাধুলো সামগ্রী বিতরন করেন ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এসময় ইউপি সচিব তৌহিদুর রহমান, ইউপি সদস্য বেলাল উদ্দিন, আব্দুল বাছেত দুলু, আমজাদ হোসেন,সাইফুল ইসলাম, মিকরাইল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক,আব্দুল হান্নান,খাতিজা বেগম, মাহমুদা খাতুন, নায়েব উল­া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ,মজিদ, কাগইল করুন কান্ত উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সাংবাদিক আতাউর রহমান, মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশম্ভর দত্ত,সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু , প্রধান শিক্ষক মোরশেদা বেগম,আমিনুর ইসলাম, রতন কুমার,মনোয়ারা বেগম,মাহবুবাব পারভিন,তরিকুল ইসলাম,মোস্তাফিজার রহমান,কামাল হোসেনসহ ক্লাব ও সমিতির নেতৃবৃন্দের হাতে খেলাধুলো সামগ্রী তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :