গাবতলীর কাগইলে ধানের শীষের নির্বাচনী পথসভা
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ২৩শে এপ্রিল বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল ধানের শীষের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। এসময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়াম্যান পদপ্রার্থী আগানিহাল বিন জলিল তপন,সাধারন সম্পাদক আবু আছাদ,যুগ্ম সম্পাদক আব্দুস সবুর সবুজ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিলু,সহসাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, মশিউর রহমান,বিএনপিনেতা আতাউর রহমান,হেবজুল বারী,সাবু, আছালত,লুৎফর রহমান,ছামছুল আলম ভেটা, আব্দুর রাজ্জাক,থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আল আমিন লেমন, ইউনিয়ন যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক লুৎফর রহমান,আব্দুল হামিদ,যুবদলনেতা আনোয়ার হোসেন, খলিলুর রহমান,আব্দুর রউফ,ছাত্রদলনেতা আপেল মাহমুদ,সেচ্ছাসেবকদলনেতা হারুনার রশিদ হারুনসহ এলাকার ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।