গাবতলীতে ভিজিডি উপকারভোগী নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা
গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমান ঃ ভিজিডি উপকারভোগী নির্বাচন সংক্রান্ত এক অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রামকৃষ্ণ বর্মন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী। এ সময় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যাগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।