গাজীপুরের তুরাগ নদীতে ডুবে এক যুবক নিখোঁজ

সংবাদ আজকাল : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকায় শুক্রবার সন্ধ্যায় তুরাগ নদীতে ডুবে তমাল দেবনাথ (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তাঁকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা যোগে তুরাগ নদীতে ভ্রমনে আসেন। নৌকাটি কালিয়াকৈর উপজেলার চাবাগান বাজার স্যালোঘাটে পৌঁছলে তমাল দেবনাথসহ কয়েক বন্ধু নৌকা থেকে নদীতে গোসল করতে নামে।
পরে তার বন্ধুরা পানি থেকে উঠলেও তমাল দেবনাথ পানিতে তলিয়ে যায়।
এসময় তার বন্ধুরা তমাল দেবনাথকে খুঁজে না পেয়ে ৯৯৯ এ কল করেন। ৯৯৯ থেকে নিখোঁজের সংবাদ পাওয়ার পর ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজা শুরু করে।
নিখোঁজ তমাল দেবনাথ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাক চর এলাকার সুভাষ দেবনাথের ছেলে এবং গাজীপুর মহানগরের ভূষির মিল এলাকার ইষ্ট ওয়েষ্ট পোষাক কারখানার শ্রমিক।