গাজীপুরের কালিয়াকরৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ১

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:00 PM, 27 August 2019

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : মঙ্গলবার সকালে গাজীপুরের নবীনগর কালিয়াকরৈ সড়কে চন্দ্রা এলাকায় ট্রাকের চাপায় দুই
শ্রমিক নিহত ও এক জন আহত হয়েছে।নিহত নজরুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাটপাড়া এলাকায় ও নিহত জারজিদ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পিরগাতি এলাকায় এছাড়া আহত ভ্যান চালক শামীম টাঙ্গাইল জেলার মধুপুর থানায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চন্দ্রা থেকে ওয়ালটন কারখানার দুই শ্রমিক কাজে যোগ দিতে ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন। কারখানার কাছাকাছি পৌছলে সাভার থেকে ছেড়ে আসা শাহ সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটাস্থলেই দুই যাত্রী নিহত হয় এবং ভ্যান চালক গুরুতর আহত হয়।পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহত শামীমকে উদ্ধার করে বাড়ইপাড়া ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে কোনাবাড়ী হাইওয়ে থানায় নিয়ে যায়।কোনাবাড়ী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় , পরে ওই মালিকের অপর একটি ট্রাক জব্দ করা হয়। ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত লাশ দুটির পরিবারের কেউ যোগাযোগ করলে দিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :