গাইবান্ধার মহিমাগঞ্জে শিশু জিসান বাচতে চায়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:28 AM, 22 September 2019

সাহাব উদ্দিন রাফেল: মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া ছবিতে ফুটফুটে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, তার নাম জিসান। বয়স ১০ বছর। দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করছে সে। এই বয়সে জটিল একটি রোগ দেখা দিয়েছে বাচ্চাটির। তার জিহ্বার নিচে আরেকটি জিহ্বার সৃষ্টি হয়েছে এবং এটি দিন দিন বড় হয়ে যাচ্ছে (রোগের নাম : Accessory Tongue) । এটির অতি দ্রুত অপারেশন করতে হবে বলে ডাক্তার জানিয়েছেন,তাছাড়া দিন দিন বাড়তেই থাকবে। অপারেশন করতে প্রায় ৫০,০০০ টাকার প্রয়োজন। কিন্তু গরিব পিতার মাসিক কোনো আয় না থাকায়, হটাৎ তার পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছেনা।
স্বাভাবিক শিশুর মত বাঁচতে এ সমাজের সকল বিবেকবান বিত্তশালী মানুষ ও সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মানবিক সাহার্য্যরে আবেদন জানিয়েছেন। জিসানের পিতা রফিকুল ইসলাম, ও
মাতা জোসনা খাতুন।

কেউ আর্থিক সহায়তা করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন :
০১৭৮০-৫৩০১১৮
০১৭৮০-৫৩০১১৮৩
ডাচ বাংলা একাউন্ট :2111510191357

আপনার মতামত লিখুন :