খেতে সোনার ধান
মজনু মিয়া
খেত ভরেছে সোনার ধানে
বাতাস করে দোল,
খেতের চাষী নতুন করে
গড়ছে বাঁশের ঢোঁল।
মনানন্দে কৃষক হাসে
আশায় বেঁধে বুক,
এবার ধানে দূর হবে যে
যত অভাব দু’খ।
শুয়ে কৃষক স্বপ্ন দেখে
পূরবে অনেক আশ,
সুখেই এখন কেটে যাবে
আমার বারোমাস।