খানসামা-ভবানীগঞ্জ যোগাযোগ সড়ক ও উন্নয়নে কালামাটিয়া নদীর উপর আরসিসি গার্ডার ব্রীজ
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে খানসামা জিসি ভবানীগঞ্জ সড়কের ২+৭৩৫ কি:মি: চেইনেজের ৪৫ মি: দৈর্ঘ্য কালামাটিয়া নদীর উপর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ১,৬১,৯৬,২৩৩/৪৫ টাকা ব্যায়ে এলাকার উন্নয়নে এটি একটি মাইফলক ব্রীজ। খানসামা উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার বলেন যে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলজিইডি খানসামা, দিনাজপুর উক্ত ব্রীজটি যোগাযোগের ক্ষেত্রে নির্মাণ ও বাস্তবায়ন করেছেন। গত ২১/০৭/২০১৬ ইং এ ব্রীজের নির্মাণ কাজ সমাপ্ত হলে ব্রীজটির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম.পি। ব্রীজটি পাশ্ববর্তী জেলা নীলফামারী, নীলসাগর, দেবীগঞ্জ, ডোমার যোগাযোগ ও কৃষি ব্যবসা , বাণিজ্যের ক্ষেত্রে মানুষ এর সুফল পাচ্ছেন।